বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চন্দনাইশে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

| প্রকাশিতঃ ২৬ অক্টোবর ২০১৬ | ১১:৫২ অপরাহ্ন

untitled-1-copyচট্টগ্রাম: চন্দনাইশ উপজেলার এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

চন্দনাইশ থানায় ওই ছাত্রের পরিবারের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

মোহাম্মদ ইব্রাহিম (১৪) নামের ওই কিশোর চন্দনাইশ উপজেলার দোহাজারী ফুলতলা গ্রামের আবদুল হামিদের ছেলে।

আবদুল হামিদ জানান, তার ছেলে ইব্রাহিম গত ৭ অক্টোবর সকালে বাড়ি থেকে মাদ্রাসা যাওয়ার কথা বলে বের হয়ে আর ফেরেনি। পরে খোঁজ নিলে ওইদিন সে মাদ্রাসায় যায়নি বলে শিক্ষকরা জানান।

সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও তার খোঁজ মেলেনি বলে জানান হামিদ।

চন্দনাইশ থানার ওসি নেয়ামত উল্লাহ বলেন, ‘সাতকানিয়া উপজেলার পদুয়া জামিয়াতুল আনওয়ার হেমায়তুল ইসলাম মাদ্রাসায় অধ্যয়তরত ছিল ইব্রাহিম। তার নিখোঁজ হওয়ার বিষয়ে দেশের সব পুলিশ স্টেশনে বার্তা পাঠানো হয়েছে। এ বিষয়ে আমি আন্তরিকভাবে চেষ্টা করছি।’

এদিকে নিখোঁজ মোহাম্মদ ইব্রাহিমের কোন সন্ধান পেলে ০১৮৫০-৮৮৯৫৫৯ নাম্বারে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন তার বাবা আবদুল হামিদ।