বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

ফটিকছড়িতে কিশোরীকে বিয়ে দিয়ে কারাগারে বাবা

| প্রকাশিতঃ ২৭ অক্টোবর ২০১৬ | ৭:৩০ অপরাহ্ন

চট্টগ্রাম: ফটিকছড়িতে জান্নাতুল ফেরদৌস ষষ্ঠ শ্রেণী পড়ুয়া কিশোরী মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে বাবা মোহাম্মদ এনামকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহষ্পতিবার ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম এ আদেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বয়স গোপন করে ষষ্ঠ শ্রেণী পড়ুয়া কিশোরীকে বিয়ে দেয় পিতা মোহাম্মদ এনাম। এ বিষয়টি মেয়ের মা ফটিকছড়ি লেলাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সরোয়ার উদ্দিন শাহীনকে জানায়। তিনি আমাকে অবহিত করেন। এরপর এনামকে ধরে এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।