সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

‘অবৈধ ক্যাসিনো ব্যবসায় প্রশাসনের কেউ জড়িত থাকলে ব্যবস্থা’

| প্রকাশিতঃ ১৯ সেপ্টেম্বর ২০১৯ | ৫:১৯ অপরাহ্ন

ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, অবৈধ ক্যাসিনো ব্যবসার প্রশ্রয়ে প্রশাসনের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে প্রভাবশালী রাজনীতিবদরা জড়িত কি-না, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে ফকিরাপুলের অবৈধ ক্যাসিনোর মালিক যুবলীগ নেতা খালিদ মাহমুদ ভূইয়া এই কারবারে অনেক প্রভাবশালী জড়িত বলে অভিযোগ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন কামাল।

তিনি বলেন, অনুমতি ছাড়া ক্যাসিনো চালানো হয়েছে, এজন্য অভিযান চালানো হয়েছে। প্রশাসন যখন জেনেছে, তখনই অভিযান চালানো হয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ক্যাসিনোসহ নানা ধরনের জুয়া চলে আসছিল। দেশের প্রচলিত আইনে এসব অবৈধ কর্মকাণ্ড হলেও ক্ষমতাসীন দলের নেতারা যুক্ত থাকায় সেগুলো বন্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর মধ্যে গত শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মহানগর যুবলীগের কয়েকজন নেতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের চার দিনের মাথায় গতকাল অভিযান হলো।

একুশে/এসসি