বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

টাইগারপাস থেকে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

| প্রকাশিতঃ ২৯ অক্টোবর ২০১৬ | ১০:২৮ অপরাহ্ন

চট্টগ্রাম: নগরীর খুলশী থানার টাইগারপাস এলাকা থেকে মো.সোহেলকে (২২) নামের এক সন্ত্রাসীকে একটি ওয়ান শ্যূটার গানসহ আটক করেছে র‌্যাব।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে নগরীর আমবাগান এলাকা থেকে আটক করা হয়েছে। আটক সোহেল নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার লদুয়া গ্রামের শফিকুর রহমানের ছেলে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক এএসপি চন্দন দেবনাথ বলেন, সোহেল একজন চাঁদাবাজ ও সন্ত্রাসী। এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে সে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের মধ্য দিয়ে বাসিন্দাদের অতীষ্ঠ করে তুলেছিল। অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।