বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

আড়াই বছর পর হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

| প্রকাশিতঃ ৩০ অক্টোবর ২০১৬ | ৫:২৭ অপরাহ্ন

14885980_1239357579436652_930499962_nচট্টগ্রাম: নগরীর খুলশী থানার ষোলশহরে কবরস্থানের পাশ থেকে দুই যুবকের লাশ উদ্ধারের আড়াই বছর পর দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বায়েজিদ থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের পটিয়ার কৈগ্রাম, ভেল্লাপাড়া এলাকার মোঃ হোসেনের ছেলে রমজান আলী প্রকাশ আকাশ প্রকাশ তুফান (২৫) এবং আনোয়ারা থানার শোলকাটা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ আলাউদ্দিন (২১)।

জানা গেছে, ২০১৪ সালের ১৭ মার্চ সকালে নগরীর খুলশী থানার ষোলশহর কবরস্থানের দক্ষিণ পাশ থেকে ফোরকান উদ্দিন (২০) ও কামরুল ইসলাম (২০) নামের দুই বন্ধুর মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদেরকে হাত-পা বেঁধে, পায়ের রগ কেটে এবং শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় ১৮ মার্চ কামরুল ইসলামের বাবা আব্দুল হাকিম বাদি হয়ে ৯ জনকে আসামি করে খুলশী থানায় একটি মামলা দায়ের করেন।

এ মামলায় ১৮ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয় খুলশী থানা পুলিশ। তবে নাম-ঠিকানা না পাওয়ার অজুহাতে রমজান ও আলাউদ্দিনের নাম অভিযোগপত্রে অন্তভুক্ত করেনি পুলিশ। চলতি বছরের ২৪ মে ওই অভিযোগপত্র প্রত্যাখান করে পিবিআইকে অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত।

গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেয়া পিবিআই, চট্টগ্রামের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, রমজান এজাহারভুক্ত আসামি ছিল। এ মামলার এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আলাউদ্দিনের নাম উল্লেখ করেছিল। তবে নাম-পরিচয় না থাকায় খুলশী থানা পুলিশের অভিযোগপত্র থেকে এই দুইজন বাদ গিয়েছিল। আদালতের নির্দেশে তদন্তভার পেয়ে এই দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি আমরা।