চট্টগ্রাম: লোহাগাড়ায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহতের ঘটনা ঘটেছে। রোববার বেলা সাড়ে ১২টায় চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই দুই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়ার বাসিন্দা ওসমান গণি (৩২) ও আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবক।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সামশুল ইসলাম বলেন, টিআর ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাসের সাথে ও লোকাল যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ চালক ওসমান নিহত হন। নিহত অন্য যুবকের নাম জানা যায়নি।
এ ঘটনায় আরো ৮জনের মত আহত হয়েছেন। তাদেরকে চকরিয়া ও লোহাগাড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।