সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পাচ্ছেন গিয়াস

| প্রকাশিতঃ ২৫ সেপ্টেম্বর ২০১৯ | ৮:২৫ অপরাহ্ন

ঢাকা : মায়ের মৃত্যুতে চার ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন তারেক রহমানের বন্ধু অর্থ পাচার মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিতর্কিত ব্যবসায়ি গিয়াস উদ্দিন আল মামুন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেয়া হবে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেপুটি জেলার জানান, গিয়াস আল মামুনকে প্যারোলে মুক্তি দেয়ার কাগজপত্র ইতিমধ্যেই তারা হাতে পেয়েছেন। প্যারোলের শর্ত অনুযায়ী, গিয়াস আল মামুন নির্দিষ্ট এলাকার বাইরে যেতে পারবেন না, সার্বক্ষণিক পুলিশ পাহারায় থাকবেন এবং প্যারোলের সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি কারাগারে পৌঁছাবেন।

একুশে/এসসি