বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চট্টগ্রামে পুড়ল মুদি দোকান

| প্রকাশিতঃ ৩১ অক্টোবর ২০১৬ | ৪:০৭ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর খুলশীতে এক মুদি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আড়াই লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার ভোররাত ৪টার দিকে তুলাতলী এলাকার সিডিএ আবাসিক এলাকায় আগুনের সূত্রপাত হয়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর নজরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। বায়েজিদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দোকানের মালামাল পুড়ে আনুমানিক আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।