বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ফেনসিডিলসহ গ্রেফতার ২

| প্রকাশিতঃ ১ নভেম্বর ২০১৬ | ৩:৩৫ অপরাহ্ন

চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে ১৩০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে ওমর আলী মাতব্বর রোডের আছহাব কলোনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার বাসিন্দা জাহানারা বেগম ওরফে ঝর্ণা (৩৭) ও কুমিল্লার মনোহরগঞ্জের সুজন (২৫)।

চান্দগাঁও থানার ওসি সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১৩০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।