চট্টগ্রাম: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের সিজিএস কলোনিতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ সময় ফাঁকা গুলি ছোড়া হয় এবং বেশকিছু ঘরবাড়ি ভাঙচুর করা হয়। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এইচ এম সোহেল ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বহিষ্কৃত নেতা সাইফুল আলম লিমনের অনুসারীদের মধ্যে এই পাল্টাপাল্টি হামলার ঘটে। এ দুই পক্ষ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী।
পুলিশ ও এলাকাবাসী জানান, সংঘর্ষ চলাকালে কলোনির দুটি টিনের ঘর ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়। কলোনির আরেকটি বাসায় ঢুকে ঘরের জিনিসপত্র ও কাচের জানালা ভাঙচুুর করা হয়। এ ঘটনায় মোঃ জামশেদ (২৪) নামের একজন আহত হয়েছেন। আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে সাত-আটটি ফাঁকা গুলি ছোড়া হয়।
ডবলমুরিং থানার ওসি বশির আহমেদ খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে।