চট্টগ্রাম: সীতাকুণ্ড পৌর সদরের আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মনিরুল ইসলামকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে পৌর সদরের গোডাউন রোডের বাসার কাছে মুখোশধারী সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে পালিয়ে যায়।
আহত মনিরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন জানান, ভোরে বাসা থেকে বের হয়ে রেলস্টেশন মসজিদে ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন মনিরুল ইসলাম। এ সময় কয়েকজন মুখোশধারী পেছন থেকে ‘মনির ভাই’ বলে ডাক দেয়। পেছনে ফিরতেই মনিরুল দেখেন মুখোশধারীরা কিরিচ দিয়ে কোপ দিতে উদ্যত হচ্ছে।
সরে যাওয়ার চেষ্টা করেও পারেননি। তার মাথায় ও ডান হাতে কোপ লাগে। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে মুখোশধারীরা পালিয়ে যায়। প্রথমে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক মো. সাইফুল্লাহ বলেন, মনিরুল ইসলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডের ৬২ নম্বর বেডে ভর্তি রয়েছেন। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।