চট্টগ্রাম: কোস্টগার্ড পূর্ব জোনের নৌ-বহরে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে দুটি অত্যাধুনিক জাহাজ। বুধবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় কোস্টগার্ডের জেটিতে সিজিএস তাজউদ্দিন ও সিজিএস সৈয়দ নজরুল নামের দুটি জাহাজ অবতরণ করে।
এসময় কোস্টগার্ড পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম জাহাজ দুটিকে স্বাগত জানান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোস্টগার্ডের উপ মহাপরিচালক কমোডর এম মাহামুদুল হাসান। সিজিএস তাজউদ্দিন এর অধিনায়ক হিসাবে আছেন ক্যাপ্টেন এম হাসান তারিক মন্ডল এবং সিজিএস সৈয়দ নজরুল এর অধিনায়ক হিসাবে নিয়োজিত আছেন ক্যাপ্টেন এম সালেহউদ্দিন।
কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- জাহাজ দুইটি গত ৩০ সেপ্টেম্বর ২০১৬ তারিখে ইতালির লিস্পেজিয়া বন্দর থেকে বাংলাদেশে আসার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জাহাজ দুটি ৮৭ মিটার দৈর্ঘ্যরে এবং একটি অত্যাধুনিক কামান সংযুক্ত। এছাড়াও জাহাজ দুটি পরিবেশ দূষন নিয়ন্ত্রণ সরঞ্জামে সজ্জিত।
এতে আরো জানানো হয়- জাহাজ দুটি আসার ফলে বহিঃনোঙ্গরে বানিজ্যিক জাহাজে চুরি রোধের পাশাপাশি সমুদ্রপথে মানব ও মাদক পাচার নিয়ন্ত্রন এবং অর্থনৈতিক সমুদ্র সীমানায় টহল দেওয়ার ক্ষেত্রে সক্ষমতা বেড়েছে। বর্তমানে পূর্ব জোনে রয়েছে ৬টি যুদ্ধ জাহাজ ও ২০টি হাই স্পিড বোট। এই নৌ-বহরের মাধ্যমে গভীর সমুদ্রে দেশের সমুদ্র সীমানা পাহারা দেয় কোস্টগার্ড।