চট্টগ্রাম: নগরীর পতেঙ্গা থানাধীন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বুধবার মোবাইল কোর্টের মাধ্যমে বিমান বাহিনীর জহুরুল হক ঘাটি থেকে শাহ আমানত বিমান বন্দর পর্যন্ত ও সিবিচ থেকে কাটগড় জিএম গেইট পর্যন্ত এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানে কাটগড় এলাকায় অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে নিষিদ্ধ দ্রব্য মিশ্রন করে আইসক্রীম তৈরীর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাজ্জাদ আইসবারকে ২০ হাজার টাকা, ফুটপাত অবৈধ ভাবে দখল করে কাঠ ও মালামাল স্তুপ করে রাখার অপরাধে পতেঙ্গা কাঠ বিতানকে ২ হাজার টাকা, নুর জাহান এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, শাহ মোহছেন আউলিয়া টিম্বারকে ২ হাজার টাকা, নুরুল ইসলাম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসকে ২ হাজার টাকা, মিনহা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা ও ননী গোপাল দাশকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া চসিক’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন জানান, মহামান্য রাষ্ট্রপতির চট্টগ্রাম আগমন উপলক্ষ্যে পতেঙ্গা থানাধীন বিমান বাহিনী জহুরুল হক ঘাটি থেকে শাহ আমানত বিমান বন্দর পর্যন্ত ও সিবিচ থেকে কাটগড় জিএম গেইট পর্যন্ত রাস্তার উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ৭ প্রতিষ্ঠান থেকে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।