বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

সিএমপির ৯ পুলিশ পরিদর্শককে নতুন দায়িত্ব

| প্রকাশিতঃ ৩ নভেম্বর ২০১৬ | ৮:০২ অপরাহ্ন

CMPচট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বন্দর, ইপিজেড ও ডবলমুরিং থানার ওসি পদে পরিবর্তন আনা হয়েছে। এছাড়া বায়েজিদ বোস্তামী, আকবর শাহ, হালিশহর, পতেঙ্গা ও ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) পদেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ইমিগ্রেশনে কর্মরত এক পরিদর্শককে গোয়েন্দা পুলিশে পদায়ন করা হয়েছে।

বুধবার ৫জন ও বৃহস্পতিবার ৪জন পুলিশ পরিদর্শককে বদলীর এ আদেশ জারি করেন পুলিশ কমিশনার ইকবাল বাহার।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন এসব বিষয় জানিয়েছেন।

আদেশে বন্দর থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিমকে বদলি করে ডবলমুরিং থানায় পদায়ন করা হয়েছে। বন্দর থানার ওসি পদে বদলি করা হয়েছে নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনের পরিদর্শক এসএম ময়নুল ইসলামকে। ইপিজেড থানার ওসি পদে পদায়ন করা হয়েছে সিএমপিতে সদ্য যোগ দেয়া পরিদর্শক মোঃ আবুল বাসারকে।

তিনি বলেন, বর্তমানে ইমিগ্রেশন বিভাগে কর্মরত পুলিশ পরিদর্শক মুহাম্মদ মঈন উদ্দিন ও জাকির হোসেন ভূঁইয়াকে যথাক্রমে বায়েজিদ বোস্তামী এবং আকবর শাহ থানায় পরিদর্শক (তদন্ত) পদে বদলি করা হয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনের পরিদর্শক মোহাম্মদ শাহাদাৎ হোসেন খানকে ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) পদে বদলি করা হয়েছে। এছাড়া ইমিগ্রেশনে কর্মরত আলমগীর হোসেন ও এনামুল হককে যথাক্রমে হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) এবং ডিবির বন্দর জোনে পরিদর্শক পদে বদলি করা হয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (বন্দর) গাজী মুহাম্মদ ফৌজুল আজিমকে পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) পদে বদলি করা হয়েছে।