চট্টগ্রাম: একাধিক মামলার আসামি এক সন্ত্রাসীকে গ্রেফতারের পর তার বাসায় অভিযান চালিয়ে জার্মানির তৈরী একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে মোঃ মিজানকে চট্টগ্রামের হাটহাজারী সদরের বাস স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন।
গ্রেফতার মিজান (৩২) নগরীর বায়েজিদ বোস্তামির উত্তর কুলগাঁও কাঠাল বাগান এলাকার মোঃ সেলিমের ছেলে। এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ ছিল মিজানের বিরুদ্ধে।
ওসি বলেন, ‘একাধিক মামলার আসামি মিজানের কাছে অস্ত্র আছে- এমন তথ্যের ভিত্তিতে তাকে আমরা হাটহাজারীর বাস স্টেশন থেকে গ্রেফতার করি। এরপর স্বীকারোক্তি অনুযায়ী তার বায়েজিদের বাসায় অভিযান চালিয়ে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।’
‘চাঁদাবাজি ও মাদক আইনের দুইটি মামলার আসামি মিজান। এর মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ারা জারি ছিল।’- বলেন ওসি মোহাম্মদ মহসীন।