সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের পর্দা উঠলো

| প্রকাশিতঃ ১৯ অক্টোবর ২০১৯ | ৭:৩০ অপরাহ্ন


চট্টগ্রাম: পর্দা উঠলো বহুল প্রতীক্ষিত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের। শনিবার এম এ আজিজ স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

প্রতিটি ম্যাচে উপস্থিত থেকে টুর্নামেন্টকে সফল করার মাধ্যমে জাতির জনক ও তার পরিবারের প্রতি বিশেষ করে শেখ কামালের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য চট্টগ্রামবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব হুইপ সামশুল হক চৌধুরী, মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য এমএ লতিফ, আবদুল্লাহ জেকব, বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, টুর্নামেন্টের চিফ কো অর্ডিনেটর তরফদার মো. রুহুল আমিন, মিডিয়া কমিটির আহ্বায়ক আলী আব্বাস।

উদ্বোধনী খেলায় ‘এ’ গ্রুপে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী ও বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব মুখোমুখি হচ্ছে। মজার বিষয় হচ্ছে, এই দুই দলই সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন।

উদ্বোধনী ম্যাচ দেখতে বিকেল থেকে নগর ছাড়াও পটিয়াসহ আশপাশের উপজেলা থেকে বাসে করে দর্শকরা আসতে থাকেন এম এ আজিজে। তরুণদের পাশাপাশি বিপুল সংখ্যক নারী ও শিশু দর্শকের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে ‘ফিফা মাই গেম ইজ ফেয়ার প্লে’ লেখা ফেস্টুন নিয়ে মাঠে ঢোকে চট্টগ্রাম আবাহনী ও মালদ্বীপের টিসি ক্লাবের ফুটবলাররা।

চট্টগ্রাম আবাহনীর নেতৃত্ব দিচ্ছেন জামাল ভূঁইয়া। অপরদিকে মালদ্বীপের ক্লাবটির নেতৃত্বে আছেন আহমেদ ফারাহ। খেলা পরিচালনা করছেন জর্দানের মুরাদ।

এবারের আসরে ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব, ভারতের মোহনবাগান এ্যাথলেটিক ক্লাব, লাওসের ইয়ং এলিফেন্ট ও বাংলাদেশের চট্টগ্রাম আবাহনী লিমিটেড। প্রথমে ‘বি’ গ্রুপের দলগুলো ছিল বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের চেন্নাই এফসি, মালয়েশিয়ার তেরাঙ্গানো এফসি ও বাংলাদেশের ঢাকা আবাহনী। কিন্তু শেষক্ষণে ঢাকা আবাহনী নাম প্রত্যাহার করলে তাদের বদলে নেয়া হয়েছে ভারতের আরেক ক্লাব গকুলাম কেরালাকে। যারা সর্বশেষ মৌসুমে ভারতের আই লিগে ৯ম হয়েছিল। তবে আজ দুপুর পর্যন্ত তারা নিশ্চিত করেনি।

দুই গ্রুপের শীর্ষ দু’টি করে দল সেমিফাইনালের টিকেট পাবে। ফাইনালের টিকেট পাওয়ার লড়াইয়ে সেমিফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘বি’ গ্রুপ রানার্সআপ এবং ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘এ’ গ্রুপ রানার্সআপ। দু’টি সেমিফাইনাল হবে ২৭ ও ২৮ অক্টোবর। আর শিরোপা নির্ধারণী ফাইনাল হবে ৩০ অক্টোবর।