বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

বাস চাপায় পুলিশ সদস্য নিহত

| প্রকাশিতঃ ৪ নভেম্বর ২০১৬ | ৩:৩২ অপরাহ্ন

police bdচট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় বাসচাপায় পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক কনস্টেবল আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রেজাউল করিম (৩১) নগরীর খুলশী থানায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। আহত হওয়া আরেক কনস্টেবল রুবেল দাশকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রুবেল চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দপ্তরে কর্মরত।

পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ বলেন, সকালে দুই পুলিশ সদস্য মোটর সাইকেল চালিয়ে বাঁশখালী যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রেজাউল মারা যান। ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।