চট্টগ্রাম: নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ। তাদের কাছ থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেল ও কমপক্ষে ১০০টি চুরি করা মোটরসাইকেলের কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দিনগত গভীর রাতে চান্দগাঁও আবাসিক এলাকা, কালামিয়া বাজার ও পাঁচলাইশের কসমোপলিটন আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত পাঁচজন হলেন- মহসিন চৌধুরী সাদ্দাম, মোঃ শাকিব, মোঃ মহিউদ্দিন, মোঃ ইকবাল এবং মোঃ আমির।
চান্দগাঁও থানার ওসি আবু মোঃ শাহজাহান কবির বলেন, মোটরসাইকেল চুরির অভিযোগে দায়ের হওয়া একটি মামলার সূত্র ধরে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। নকল চাবি দিয়ে মোটরসাইকেল চুরি করে সাদ্দাম, শাকিব, মহিউদ্দিন ও ইকবাল। এরপর তারা মোটরসাইকেলগুলো ফটিকছড়ি অথবা বোয়ালখালীতে নিয়ে যায়। ফটিকছড়ির আজাদী বাজারে আমিরের বড় গ্যারেজ আছে।
ওসি বলেন, ‘সেই গ্যারেজ মোটরসাইকেলের রং ও নম্বরপ্লেট পাল্টে বিক্রি করে দেয়া হয়। বোয়ালখালীর গ্যারেজটিতেও অভিযান চালানো হবে। পাঁচজনকে মোটরসাইকেল চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে হাজির করা হয়েছে।