
চট্টগ্রাম: মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় চট্টগ্রাম জেলা পুলিশের রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ)-এ সংযুক্ত থাকা উপ-পরিদর্শক (এসআই) ইকবাল পারভেজ রায়হানকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। এ ঘটনায় তার বোনের স্বামী মিজানুর রহমানকেও রিমান্ডে নেওয়া হয়েছে।
রোববার চট্টগ্রামের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল আলম এই আদেশ দিয়েছেন বলে জানান চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) সুব্রত ব্যানার্জী।
তিনি বলেন, রায়হান ও মিজানুরকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত দুইদিন মঞ্জুর করেছেন।
এর আগে গত সোমবার রাতে পিটিয়ে হত্যার ঘটনার পর মঙ্গলবার এসআই রায়হান ও তার বোনের স্বামীকে আটক করে পুলিশ। তখন রায়হানকে সাময়িক বরখাস্ত করা হয়।
নিহত এজাহার মিয়া (২৭) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের বালুর রাস্তা এলাকার মফিজুর রহমানের ছেলে। তিনি সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে দিনমজুর হিসেবে কাজ করতেন।
অন্যদিকে এসআই রায়হানের গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। তবে বাবার চাকরির সুবাদে সীতাকুণ্ডে বসবাস করেন তারা।
এজাহারের পরিবারের সদস্যরা জানান, বাসা থেকে এসআই রায়হানের বোনের মোবাইল চুরির ঘটনায় এজাহারকে সন্দেহ করা হয়। এর জের ধরে এজাহারের ঘরে গিয়ে মোবাইল ফেরত অথবা তাকে তুলে দিতে বলেন এসআই রায়হান। গত সোমবার রাত ১২টার দিকে এজাহার ঘরে ফিরলে তার শ্বশুর এসআই রায়হানকে খবর দেন।
এরপর রায়হান এসে এজাহারকে নিয়ে তার বাসায় যান। সেখানে রায়হান ও তার বোনের স্বামী মিলে এজাহারকে মারধর করে। আঘাত ও জখম হওয়ার পর ভোরে একটি গাড়িতে করে এজাহারকে তার স্বজনদের কাছে নিয়ে যান রায়হান। তখন স্বজনরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।