চট্টগ্রাম: নগরীর কোতোয়ালি থানার খলিফাপট্টি এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে সুফি সৈয়দ শাহ মাজার সংলগ্ন সরু গলিতে বিদ্যুতের তার জড়ানো অবস্থায় আনুমানিক ২০ বছর বয়সী ওই যুবকের লাশ পাওয়া যায়।
কোতোয়ালি থানার এসআই আখতার হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। কয়েকদিন আগেই হয়তো বিদ্যুতের তারে জড়িয়ে সে মারা গেছে। লাশ পচতে শুরু করায় গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।