বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চট্টগ্রামে অস্ত্র-কার্তুজসহ যুবক গ্রেফতার

| প্রকাশিতঃ ৭ নভেম্বর ২০১৬ | ৪:৩৫ অপরাহ্ন

arrest Handcuffsচট্টগ্রাম: নগরীর সদরঘাট থানা এলাকা থেকে অস্ত্র ও কার্তুজসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে মাঝিরঘাট বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ রিয়াজ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মৃত মোঃ মনিরের ছেলে। তিনি সদরঘাট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাবাজার ঘাট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘাট শ্রমিকদের একাধিক গ্রুপের মধ্যে পূর্ববিরোধ ছিল। এর জেরে সকাল সাড়ে ৯টার দিকে রাজা মিয়া গ্রুপের অনুসারী দুই ঘাট শ্রমিককে মারধর করে ইদ্রিস গ্রুপের লোকজন। এর জেরে শ্রমিকরা কিছুক্ষণ কর্মবিরতি পালন করে দুপুরে বিক্ষোভ মিছিল করে। ওই মিছিলে সাঈদ ও ইদ্রিস গ্রুপের লোকজন হামলা করে। এসময় এক রাউন্ড গুলি ছোঁড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায় দুর্বৃত্তরা।

সদরঘাট থানার ওসি মর্জিনা আক্তার বলেন, মাঝিরঘাট বাংলাবাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে হামলার সময় অস্ত্রধারী এক যুবককে দেখতে পায় পুলিশ। সাথে সাথে পুলিশ সদস্যরা অস্ত্রধারী রিয়াজকে অস্ত্র ও কার্তুজসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। রিয়াজ ইদ্রিস গ্রুপের অনুসারী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।