চট্টগ্রাম: নগরীতে রাস্তা ও ফুটপাত থেকে অবৈধভাবে দখল করে গড়ে উঠা প্রায় ৫০টি ভাসমান দোকান উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা এলাকায় পুরাতন আরাকান সড়কে এ অভিযান চলে।
অভিযানে নেতৃত্ব দেয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন জানান, পাঠানিয়া গোদা এলাকায় পুরাতন আরাকান সড়কে সিটি কর্পোরেশনের রাস্তা ও ফুটপাত অবৈধভাবে দখল করে গড়ে উঠা প্রায় ৫০ কাঁচা বাজারের ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। পৃথক অভিযানে কোতোয়ালী থানাধীন আনসার ক্লাব সংলগ্ন আলমাদানী মার্কেটের দক্ষিণ পার্শ্বে সিটি কর্পোরেশনের জায়গা থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ সমূহের কর্মকর্তা-কর্মচারী ও নগর পুলিশ সহায়তা করেন।