চট্টগ্রাম: বহির্নোঙর থেকে চট্টগ্রাম বন্দরের মূল জেটিতে আনার সময় সিমেন্ট ক্লিংকারবাহী ‘এমভি সামির’ নিয়ন্ত্রণ হারিয়ে জেটিতে রাখা ‘এমভি গাজী’কে ধাক্কা দিয়েছে। এর ফলে এমভি গাজী জেটিছাড়া হয়ে বন্দর চ্যানেলের মাঝবরাবর চলে যায়। ফলে তিন ঘন্টা বহির্নোঙর থেকে জাহাজ জেটিতে আনা যায়নি।
শুক্রবার সকাল ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মোঃ জাফর আলম বলেন, এমভি সামিরকে জেটিতে আনার সময় ক্যাপ্টেনকে বন্দরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে মূল চ্যানেল বরাবর জাহাজ চালানোর জন্য নির্দেশনা দেওয়া হয়। এরপর বাম দিকে আনার সময় কুয়াশার কারণে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটায়। বর্তমানে জাহাজ দুটি দুর্ঘটনাস্থলের কাছে দুটি জেটিতে বেঁধে রাখা হয়েছে। বন্দর চ্যানেল নিরাপদ রয়েছে।