বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

অন্তরঙ্গ ক্লাবের নতুন কমিটি গঠন

| প্রকাশিতঃ ১৫ নভেম্বর ২০১৬ | ৬:২০ অপরাহ্ন

ontoranga-club-picচট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ার সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন ‘অন্তরঙ্গ ক্লাব’ এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। মোঃ নুরুল আবছারকে সভাপতি ও মোঃ লিয়াকত আলীকে সাধারণ সম্পাদক করে ২০১৬-১৮ সালের জন্য ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার ‘অন্তরঙ্গ ক্লাব’ এর সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, নতুন কমিটিতে মোঃ সেলিম মাষ্টার, রুপন বড়ুয়া ও ছাবের আহাম্মদকে সহ-সভাপতি, শফিউল আকবরকে সহ-সাধারণ সম্পাদক এবং জামাল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া কামাল উদ্দীনকে সহ-সাংগঠনিক সম্পাদক, মিনহাজ আলিফকে ক্রীড়া সম্পাদক এবং বেলাল উদ্দীনকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়।

ক্লাবের আহ্বায়ক শফিউল আকবরের সভাপতিত্বে ও সদস্য সচিব জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হাসানুজ্জামান বাবু, মোঃ নুরুল আবছার, মোঃ লিয়াকত আলী, মোঃ সেলিম মাষ্টার, রুপন কান্তি বড়ুয়া, লিটু চৌধুরী, মোঃ কামাল উদ্দীন, ইউসুফ, বেলাল, সোহেল, লিটন, হেলাল, রাজীব মজুমদার প্রমূখ।

অন্তরঙ্গ ক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী বলেন, ১৯৮৩ সালে পটিয়ার হুলাইন, হাবিলাসদ্বীপ ও মুকুটনাইট- এই তিন গ্রামের সংযোগস্থলে ঐতিহ্যবাহী অন্তরঙ্গ ক্লাব প্রতিষ্ঠিত হয়। ক্লাব প্রতিষ্ঠা পরবর্তী তিন গ্রামের বিভিন্ন ধর্মাবলম্বি মানুষের মধ্যে অসাম্প্রদায়িক যে মেলবন্ধন সৃষ্টি হয়েছে তা যুগ যুগ ধরে টিকে আছে।