বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চট্টগ্রামে স্কুল ছাত্র অপহরণের অভিযোগে গ্রেফতার ৪

| প্রকাশিতঃ ১৫ নভেম্বর ২০১৬ | ৯:৩৯ অপরাহ্ন

arrest Handcuffsচট্টগ্রাম: নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণে জড়িত চারজনকে চট্টগ্রাম নগরী ও বোয়ালখালী উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. মহিউদ্দিন (৩৫), রাশেদুল হাসান (৩০), মো. নজরুল ইসলাম রোহান (২৮) ও মো. সাইফুল খান রানা (২৪)।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, ৮ নভেম্বর বাদুরতলা আরাকান হাউজিং সোসাইটির নতুন কুঁড়ি আইডিয়াল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী জায়েদ বিন ইদ্রিস নাহিদকে পাঁচলাইশ থানার একুশে হাসপাতালের সামনে থেকে অপহরণ করা হয়। এরপর তার পরিবারের কাছ থেকে ১৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করে গ্রেফতার মহিউদ্দিন ও তার সহযোগীরা।

তিনি বলেন, ঘটনার পরদিন পাঁচলাইশ থানায় নাহিনের পরিবার একটি মামলা করে। অন্যদিকে অপহরণের পর তাকে ফটিকছড়ির দুর্গম অঞ্চলে নিয়ে যায় অপহরণকারীরা। ১১ নভেম্বর ফটিকছড়ি থেকে নাহিনকে উদ্ধারের পর তার দেওয়া তথ্য নিয়ে সোমবার রাতভর অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারীসহ চার অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ। আসামিরা আদালতে অপহরণের সাথে জড়িত থাকার স্বীকার করে জবানবন্দি দিয়েছে।