শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

উগান্ডায় ফুটবলারবাহী নৌকাডুবি, নিহত ৩০

| প্রকাশিতঃ ২৭ ডিসেম্বর ২০১৬ | ১০:০৯ পূর্বাহ্ন

seaউগান্ডায় একটি ফুটবলার বাহী নৌকা ডুবে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। সোমবার দেশটির লেক অ্যালবার্ট নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছে দেশটির পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, নৌকাটিতে ৪৫ জন যাত্রী ছিলো। একপাশে যাত্রী বেশি থাকায় নৌকাটি ডুবে যায়। তবে ১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

এখন পর্যন্ত ৯টি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। লেক অ্যালবার্টসহ আফ্রিকার অন্যান্য স্থানে এমন দুর্ঘটনা প্রায়শই হয়ে থাকে।

পুলিশ কমান্ডার জন রুতাগিরা বার্তাসংস্থা এএফপিকে বলেন, যাত্রীরা মদ্যপ অবস্থায় থাকতে পারে। তারা হোইমা জেলায় বড়দিন উপলক্ষে ফুটবল খেলতে যাচ্ছিলো। সেখানে গান গাইছিলো ও উল্লাস করছিলো। এমন সময় নৌকাটি ডুবে যায়।