শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

সিরিয়ায় আইএসের ৪৮ জঙ্গি নিহত

| প্রকাশিতঃ ৯ জানুয়ারী ২০১৭ | ৭:৪২ অপরাহ্ন

সিরিয়ায় তুর্কি নেতৃত্বাধীন বিমান এবং স্থল অভিযানে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ৪৮ যোদ্ধা নিহত হয়েছে। রোববার এসব অভিযান চালানো হয়। খবর রয়টার্সের।

সোমবার তুর্কি বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, জিহাদিদের ঘাঁটিতে তুর্কি বিমান বাহিনীর হামলায় ২৩টি ভবন ধ্বংস হয়েছে।

আইএস জঙ্গিদের হটাতে সিরিয়ায় চার মাস ধরে অভিযান চালাচ্ছে তুর্কি সেনারা। আইএস নিয়ন্ত্রিত শহর আল বাবের দখল নিয়েছে সেনারা। ওই অঞ্চলে তীব্র চাপের মুখে রয়েছে আইএস।