শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

‘শিক্ষার্থীদের পিঠের ওপর হাঁটার দায়ে নূর হোসেনকে বহিষ্কার’

| প্রকাশিতঃ ৩ ফেব্রুয়ারী ২০১৭ | ৩:০৯ অপরাহ্ন

শিশু শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনায় অভিযুক্ত উপজেলা চেয়ারম্যান নূর হোসেনকে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে মুন্সীগঞ্জের টঙ্গী বাড়িতে তুলকাই সেতুর উদ্বোধন শেষ এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সে যে দলেরই নেতা হোক বা প্রভাবশালী যে কেউ হোক তার বিরুদ্ধে দলীয় এবং প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে দলের অবস্থান অত্যন্ত কঠোর। তাকে দল থেকে বহিষ্কার করা হবে।’