
চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান (৭০) মারা গেছেন।
বুধবার (২৮ অক্টোবর) ভোররাত ৩টা ৩০ মিনিটে চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় নিজ বাসায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চবি অধ্যাপক ড. আতিয়ার রহমান তার মৃত্যুর সংবাদ জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় আক্রান্ত ছিলেন।
অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান চট্টগ্রাম বিশ্ববিদালয়ের প্রক্টরসহ একাধিক প্রশাসনিক দায়িত্বে ছিলেন।
মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি জাতীয়তাবাদের একনিষ্ঠ অনুসারী অধ্যাপক ড. খান তৌহিদ ওসমানের আদিবাড়ি বরিশালে।