সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

দেশে করোনা শনাক্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়াল

| প্রকাশিতঃ ২০ ডিসেম্বর ২০২০ | ৩:৪৫ অপরাহ্ন


ঢাকা : দেশে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসের নতুন করে আক্রান্ত হয়েছেন ১,১৫৩ জন। ফলে দেশটিতে গত নয় মাস জুড়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৭১৩ জনে।

দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৭,২৮০ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৮ জনের।

দেশের স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে পাঁচ লাখের বেশি মানুষ আক্রান্ত হলেও তাদের বেশিরভাগ সুস্থ হয়ে গেছেন।

এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৭ হাজার ৫২৭ জন।

দেশে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ১২ হাজার নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৩১৬ নমুনা।

দেশের জনসংখ্যার হিসাবে করোনাভাইরাস রোগী শনাক্তের হার ১৬.৩১ শতাংশ।

দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয় ৮ মার্চ। তবে এই ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম কারো মৃত্যু হয় ১৮ মার্চ।

এরমধ্যেই করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর কয়েকটি টিকা আবিষ্কারের ঘোষণা দিয়েছে কয়েকটি প্রতিষ্ঠান।