
চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়ায় শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম ও লাল সবুজ সোসাইটি বাংলাদেশ।
আজ সোমবার এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান শিহাব।
এতে বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক মোহাম্মদ সাইফুল আলম, রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নেজাম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক রাজেশ দাশ, অর্থ সম্পাদক মেহেরাজ হোসেন, লাল-সবুজ সোসাইটি চট্টগ্রাম টীমের সাধারণ সম্পাদক রাফিউল কবির রাফি, প্রান্ত, মোহাম্মদ সাফাত মাহমুদ ও ফাহমিদা সাহেলি প্রমুখ।
বক্তারা বলেন, অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের শীত নিবারণে তাদের পাশে দাঁড়ানো সমাজের সামর্থ্যবান শ্রেণীর দায়িত্ব। শীতবস্ত্র বিতরণ কোনো সাহায্য নয়, এটি বিবেকবান ও সামর্থ্যবান নাগরিকদের নৈতিক দায়িত্ব। পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর শীত নিবারণ ও সাহাযার্থে এগিয়ে আসার জন্য সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান বক্তারা।