সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

‘নৈতিক ও আদর্শিক মূলবোধ চর্চায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ হতে হবে’

| প্রকাশিতঃ ৩১ ডিসেম্বর ২০২০ | ১:২৮ পূর্বাহ্ন


চট্টগ্রাম : ব্যক্তিকেন্দ্রিক সমাজ কখনো পরিপূর্ণভাবে অগ্রসর হতে পারে না বরং পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমাজ আলোকিত ও সমৃদ্ধ হয়। নৈতিক, আদর্শিক ও মূল্যবোধ চর্চায় নতুন প্রজন্মকে আরো বেশি সোচ্চার ও উদ্বুদ্ধ হয়ে সেগুলো বাস্তবায়নে ব্রতী হতে হবে বলে মত দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের সম্মানিত প্রফেসর ড. জিনব্যোধি ভিক্ষু।

রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র উদ্যোগে রাঙ্গুনিয়া ও তৎসংলগ্ন এলাকাসহ সর্বস্তরের বিশেষত গরীব ও মেধাবী শিার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রয়োজনীয় দিকনিদের্শনামূলক ভার্চুয়াল ফ্রি বিশ্ববিদ্যালয় কোচিং-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান শিহাবের সঞ্চালনায় বুধবার (৩০ ডিসেম্বর) সংগঠনের অফিশিয়াল ফেইজবুক পেইজ থেকে ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবারের মত চালু হতে যাওয়া ভার্চুয়াল ফ্রি বিশ্ববিদ্যালয় কোচিং-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস-এর শিক্ষক ও গবেষক প্রফেসর ড. সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা।

বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর প্রাক্তন সাধারণ সম্পাদক, হাটহাজারী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম সিরাজী, প্রাক্তন সভাপতি ও চট্টগ্রাম বন্দর কলেজের প্রভাষক আহমদ ইমরানুল আজিজ, প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি ও রাঙ্গুনিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ ইফতেখার হোসাইন, সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. নেজাম উদ্দিন।

এছাড়া সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন হাসান বাবলু, সাংগঠনিক সম্পাদক রাজেশ দাশ, অর্থ সম্পাদক মেহেরাজ হোসেন, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শান্তা দাশ অনুষ্ঠানে সংযুক্ত হন।

ভার্চুয়াল ফ্রি বিশ্ববিদ্যালয় কোচিং-এর উদ্বোধন ঘোষণা করে প্রফেসর ড. সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা বলেন, বর্তমান করোনা মহামারীকাল আমাদের জীবনে প্রভূত পরিবর্তন এনে যোগাযোগ সহজ করে দিয়েছে ও নতুন নতুন পথ ব্যবহার করার শিক্ষা দিয়েছে।

তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের নৈতিক বিষয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, আমাদেরকে নৈতিকতা, মূল্যবোধ, শিষ্টাচার, শুদ্ধাচার চর্চা করতে হবে। নিজ পরিবার, সমাজ, প্রতিষ্ঠান, পাঠশালা সব জায়গায় এসব চর্চা চালিয়ে যেতে হবে।

উল্লেখ্য, রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে ভার্চুয়াল ফ্রি বিশ্ববিদ্যালয় কোচিং ১ জানুয়ারি ২০২১ থেকে যথারীতি ডিজিটাল প্লাটফর্মে শিডিউল মোতাবেক চলতে থাকবে। এটি চট্টগ্রামের সকল বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দিকনির্দেশনার জন্য উন্মুক্ত থাকবে।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি