বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

কার্টুনিস্ট কিশোর কারামুক্ত

| প্রকাশিতঃ ৪ মার্চ ২০২১ | ২:০৬ অপরাহ্ন

ঢাকা: প্রায় ১০ মাস কারাগারে কাটানোর পর অবশেষে মুক্তি পেলেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। বৃহস্পতিবার (০৪ মার্চ) বেলা সোয়া ১২টার দিকে কাশিমপুর কারাগার (পার্ট-২) থেকে কিশোরকে মুক্তি দেওয়া হয়েছে। কারাফটকে কিশোরের স্বজনেরা উপস্থিত ছিলেন।

কাশিমপুর কারাগার-২-এর জেল সুপার আবদুল জলিল কিশোরকে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। মুক্তি পাওয়ার পর বেলা সাড়ে ১২টার দিকে তিনি একটি সাদা রঙের গাড়িতে চড়ে কারাগার এলাকা ত্যাগ করেন। এ সময় তিনি গণমাধ্যমের কারো সঙ্গে কথা বলেননি।

জেল সুপার আবদুল জলিল জানান, আহমেদ কবির কিশোরের জামিনের কাগজ বেলা ১১টার দিকে কাশিমপুর কারাগারে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই শেষে কিশোরকে মুক্তি দেওয়া হয়।

এর আগে কিশোরের করা আবেদনের শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।