ঢাকা : গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১৯ জন করোনা শনাক্ত ও সাত জন মৃত্যুবরণ করেছেন। মারা যাওয়া সাত জনের মধ্যে পাঁচ জন পুরুষ ও দুই জন নারী।
বৃহস্পতিবার (৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশজুড়ে শনাক্ত ৬১৯ জনসহ এখন পর্যন্ত ৫ লাখ ৪৮ হাজার ৫৪৯ জন করোনা শনাক্ত হয়েছেন। আর করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা সাত জনসহ এখন পর্যন্ত আট হাজার ৪৩৫ জন মারা গেছেন
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৮৪১ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। সেই হিসেবে সারাদেশে ৫ লাখ ৪৬৮ জন
করোনা থেকে সুস্থ হয়েছেন।
সরকারি হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাক্রান্ত নতুন রোগী শনাক্তের হার ৩.৮৭ শতাংশ এবং মোট রোগী শনাক্তের হার ১৩.৩৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১.২৩ শতাংশ এবং মৃত্যুহার ১.৫৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সংগ্রহীত ১৬ হাজার ১৪৪টি নমুনার মধ্যে পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৯৮৫টি। এখন পর্যন্ত দেশে করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪১ লাখ পাঁচ হাজার ৩২১টি।