বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চট্টগ্রাম কারাগার থেকে বন্দি নিখোঁজ!

| প্রকাশিতঃ ৬ মার্চ ২০২১ | ৪:১৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রুবেল নামে এক বন্দির হদিস মিলছে না। শনিবার (৬ মার্চ) সকাল থেকে তার খোঁজ পাচ্ছে না কারা কতৃপক্ষ।

কারাবন্দি রুবেল থাকতেন ১৫ নম্বর কর্ণফুলী ভবনের “পানিশমেন্ট” ওয়াডে।

আজ সকালে নিয়মিত বন্দি গণনাকালে রুবেলের অনুপস্থিতির বিষয়টি কারা কতৃপক্ষের নজরে আসে।

নাম প্রকাশ না করে শনিবার বিকাল ৪টার দিকে বিষয়টি একুশে পত্রিকাকে নিশ্চিত করেছেন এক কারা কর্মকর্তা। তবে বন্দি রুবেল কি কারাগার থেকে পালিয়ে গেছেন নাকি কারা অভ্যন্তরে লুকিয়ে আছেন সে বিষয়টি নিশ্চিত করে বলতে পারছেন না চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কোনো কর্মকর্তা।