
চট্টগ্রাম: চকবাজারে কাজের প্রলোভন দেখিয়ে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে খোরশেদ আলম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চকবাজার থানা পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক আনোয়ারা উপজেলার বুরুমছড়া গ্রামের শফীকুল ইসলামের ছেলে।
শনিবার (৬ মার্চ) ভোরে নগরের চকবাজার থানার খালপাড় মদীনা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গৃহকর্মীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) চিকিৎসার জন্য আজ দুপুরে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার একুশে পত্রিকাকে বলেন, ‘গৃহকর্মী হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করা খালপাড় এলাকার এক গৃহবধূর সঙ্গে খোরশেদ আলমের পরিচয় হয়। পরে ওই গৃহকর্মীকে কাজের প্রলোভন দেখিয়ে বাসায় এনে খোরশেদ ধর্ষণ করে। এই ঘটনায় চকবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদেলতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হয়েছে।’