বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

দুদক থেকে অব্যাহতি পাওয়াদের তালিকা চাইলেন হাইকোর্ট

| প্রকাশিতঃ ১৬ মার্চ ২০২১ | ৩:৪৪ অপরাহ্ন


ঢাকা : গত পাঁচ মাসে দুর্নীতির অভিযোগ থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) যাদেরকে অব্যাহতি দিয়েছে তার একটি তালিকা চেয়েছেন হাইকোর্ট। এসব তথ্য আগামী ১১ এপ্রিলের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

মঙ্গলবার (১৬ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দীন শামিমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এদিন রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা ও আন্না খানম কলি।

এ কে এম আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের বলেন, গত পাঁচ মাসে দুদক কাকে কাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে তা ১১ এপ্রিলের মধ্যে জানাতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। ‘দুদকে অনুসন্ধান-বাণিজ্য’ শিরোনামে ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদনের সোর্স ও তথ্য-প্রমাণ দাখিলেরও নির্দেশ দিয়েছেন আদালত।

প্রথম আলোতে প্রকাশিত ওই প্রতিবেদন হাইকোর্টের নজরে আসার পর এ বিষয়ে সাধারণ বীমা করপোরেশনের কাছেও ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। এই প্রতিবেদকের কাছে থাকা তথ্য-প্রমাণও দাখিলের নির্দেশ দিয়ে এ বিষয়ে আগামী ১১ এপ্রিল পরবর্তী দিন ঠিক করেছেন আদালত।