বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

পি কে হালদারের ঘনিষ্ঠ বান্ধবী রুনাইসহ গ্রেপ্তার ৩

| প্রকাশিতঃ ১৬ মার্চ ২০২১ | ৬:০৪ অপরাহ্ন

 

ঢাকা: পি কে হালদারের ঘনিষ্ঠ বান্ধবী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের ভাইস চেয়ারম্যান নাহিদা রুনাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বাধীন দুদকের টিম মঙ্গলবার সেগুনবাগিচা থেকে তাদের গ্রেপ্তার করে।

দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার অন্য দুইজন হলেন, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ভারপ্রাপ্ত এমডি সৈয়দ আবেদ হাসান ও সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরী।

এর আগে সোমবার পি কে হালদারের সহযোগী ১২২ জনের ওপর বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞার নির্দেশ দিয়েছেন আদালত।