বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

আইরিশ রেস্টুরেন্ট থেকে ওয়াকিটকিসহ বিদেশি মদ জব্দ

| প্রকাশিতঃ ১৯ মার্চ ২০২১ | ২:৫২ অপরাহ্ন

ঢাকা: ঢাকার একটি রেস্টুরেন্ট থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ার ও ওয়াকিটকি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর৷ এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত ৯ টার দিকে নিউ জুরাইন কদমতলী এলাকার ‘আইরিশ পাব এন্ড রেস্টুরেন্ট’ এসব পণ্য জব্দ করা হয় বলে জানিয়েছেন সংস্থাটির সহকারী পরিচালক তানভীর আহমেদ।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে জানিয়ে তিনি বলেন, গতকাল রাত ৯টার দিকে ওই রেস্টুরেন্টে অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি টিম। পরে রেস্টুরেন্টে তল্লাশি চালিয়ে ৪৯৫ বোতল বিদেশি হুইস্কি, ১৬২ বোতল ভোটকা, ড্রাইজিন ৭ বোতল, ৩ হাজার ৭৬৮ বোতল বিয়ার এবং ৬৫টি ওয়াকিটকি জব্দ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির সহকারী পরিচালক তানভীর আহমেদ।