
ঢাকা: সারাদেশে করোনায় আরও ১৮ জনের মত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৯৯ জন। মৃতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জন ও বাড়িতে দুইজন মারা যান। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে তিনজন, রংপুরে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়।
এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৬৬ হাজার ৮৩৮ জনে এবং মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৬২৪ জনের। এর আগের দিন (১৮ মার্চ) করোনা শনাক্ত হয়েছিল ২ হাজার ১৮৭ জনের এবং মৃত্যু হয়েছিল ১৬ জনের।
আজ শুক্রবার ( ১৯ মার্চ) গণমাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, দেশের সরকারি ও বেসরকারি ২১৯টি ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯১৭টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৮৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১০ দশমিক শূণ্য চার শতাংশ। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ লাখ ৬৮ হাজার ১১১ জনে।
সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৬১৮ জন। এ নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল পাঁচ লাখ ১৯ হাজার ১৪১ জনে।