বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

পুলিশের এসআই কায়কোবাদসহ ৩ জন রিমান্ডে

| প্রকাশিতঃ ২৩ মার্চ ২০২১ | ৪:০৭ অপরাহ্ন

ঢাকা: র‌্যাব দায়েরকৃত সোনারগাঁও থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুই মামলায় আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) কায়কোবাদ পাঠান এবং তার দুই সহযোগী মাদক ব্যবসায়ীকে চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে পুলিশ আসামিদের নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেনের আদালত এই রিমান্ড আবদেন মঞ্জুর করেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্র ও মাদকের দুটি মামলায় সাত দিন করে রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে দুটি মামলায় প্রত্যেকের দুদিন করে চার দিন রিমান্ড মঞ্জুর করেন। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিল।

সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে ২৫ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তল ও ২৪০ বোতল ফেনসিডিলসহ এসআই কায়কোবাদ পাঠান ও তার দুই সহযোগী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-৩ ব্যাটালিয়নের একটি দল।

পরে র‌্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করে। সেই মামলায় মঙ্গলবার সকালে এসআই কায়কোবাদসহ তিন আসামিকে আদালতে পাঠায় থানা পুলিশ।

র‌্যাব-৩ ব্যাটালিয়নের সহকারী সুপার ও অপারেশন অফিসার ফারজানা হক গণমাধ্যম কর্মীদের জানান, চট্টগ্রাম থেকে মাদক নিয়ে এক ব্যবসায়ী ঢাকার দিকে আসছে এমন সংবাদ পেয়ে র‌্যাবের একটি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজায় অবস্থান নেয়।

এ সময় সন্দেহভাজন একটি সাদা প্রাইভেটকার টোল প্লাজা অতিক্রম করার সময় থামিয়ে তল্লাশি করা হয়। প্রাইভেটকারের পেছনের সিটে বসা ছিলেন কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির এস আই কায়কোবাদ ও তার সহযোগী রবিন হোসেন।

প্রাইভেটকারটির চালকের আসনে ছিলেন সোহেল মিয়া। এ সময় প্রাইভেট কারের ভেতরে তল্লাশি করে ২৪০ বোতল ফেনসিডিল ও এসআই কায়কোবাদের কাছ থেকে ২৫ রাইন্ড গুলিসহ দুইটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।