
ঢাকা: রাজধানীর শাপলা চত্বরে যুব অধিকার পরিষদের মোদিবিরোধী বিক্ষোভ মিছিল থেকে আটক ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে ছেড়ে দিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেল ৫টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
পল্টন মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) কাজী আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক শিশুবক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানিকে ছেড়ে দেওয়া হয়েছে। বিকেল ৫ টার দিকে পল্টন থানা থেকে তার অভিভাবক এসে তাকে নিয়ে যান।
এর আগে. বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় দুপুর ১২টার পর রফিকুল ইসলামসহ ১১ জনকে আটক করা হয়।