
নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্রের পেছনে নির্মাণাধীন ভবন থেকে উদ্ধারকৃত সেই ব্যাগে ৮টি ককটেল পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার (২৬ মার্চ) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বোম ডিসপোজাল ইউনিট সদস্যরা এই তথ্য জানায়।
এর আগে চান্দগাও থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ব্যাগটি খুলে পরীক্ষা করে দেখেছে “বোম্ব ডিসপজাল ইউনিট”৷
তিনি বলেন, এ ঘটনায় গ্রেপ্তার রাব্বীকে আসামি করে মামলার প্রক্রিয়া চলছে।
এর আগে গতকাল (২৫ মার্চ) সন্ধ্যায় ওই ভবনেতৃত্ব অভিযান চালিয়ে ১৫০টি ‘মশাল’ ও একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। এসময় রাব্বি নামে এক যুবককে আটক করা হয়। আটক মো. রাব্বির (২০) বাড়ি ভোলা জেলায়। রাব্বি পেশায় রাজমিস্ত্রি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে ঘিরে একটি চক্র “নাশকতা” সৃষ্টির চেষ্টার খবর পেয়ে ওই ভবনে অভিযান চালায় পুলিশ।
প্রসঙ্গত, ২৭ মার্চ কালুরঘাট বেতারকেন্দ্রের সামনে সমাবেশ কর্মসূচি দিয়েছিল বিএনপি, পরে সেটি স্থগিত করা হয়। আজ শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে ঘিরে চট্টগ্রামসহ সারাদেশে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদ কর্মসূচি পালন করছে। ###২৬/৩/২১ রফিক