
ঢাকা: চট্টগ্রামের বোয়াখালী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. ইদ্রিস আলমের করা এক আবেদনে পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় নৌকা প্রতীকের প্রার্থী মো. জহুরুল ইসলামকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।
গত ১৯ মার্চ ঋণখেলাপীর অভিযোগে আবুল কালাম আবু এবং মো. ইদ্রিস আলমের প্রার্থিতা বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন মো. ইদ্রিস আলম। তবে সংশ্লিষ্ট জেলা কর্মকর্তা ২৩ মার্চ আপিল খারিজ করে দেয়।
এ অবস্থায় জহুরুল ইসলামকে বিনা প্রতিদ্বন্দিতায় মেয়র ঘোষণা দেয় রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার। এ অবস্থায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে এরপর হাইকোর্টে আবেদন করেন মো. ইদ্রিস আলম।
আজ বুধবার (৩১ মার্চ) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে ওই পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা মো. ইদ্রিস আলমের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। পাশাপাশি তাকে প্রতীক বরাদ্দেরও নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ১১ এপ্রিল চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভায় ভোটগ্রহণ। নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র প্রার্থী হন মো. জহুরুল ইসলাম জহুর।
স্বতন্ত্র প্রার্থী হন পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান মেয়র আবুল কালাম আবু এবং যুবলীগ নেতা মো. ইদ্রিস আলম।
আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও মো. আক্তার রসুল (মুরাদ)। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি বিপুল বাগমার। জহুরুল ইসলামের পক্ষে ছিলেন মো. নাজমুল হুদা।
এ আদেশের ফলে আগামী ১১ এপ্রিল পৌরসভায় মেয়র পদে ভোটগ্রহণ হচ্ছে বলে জানিয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।