বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

সিটিটিসি’র দায়িত্বে ডিআইজি আসাদুজ্জামান

| প্রকাশিতঃ ১৩ এপ্রিল ২০২১ | ১১:৫৮ পূর্বাহ্ন

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান হিসেবে মো. আসাদুজ্জামানকে বদলি করা হয়েছে। তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে সিটিটিসি ইউনিটের প্রধানের দায়িত্ব পালন করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। বর্তমানে তিনি স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান।

আজ সোমবার (১২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়, সিটিটিসি’র অতিরিক্ত পুলিশ কমিশনারের চলতি দায়িত্বে জনস্বার্থে বদলি করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।