বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

হেফাজত নেতা জুনায়েদ, ইসলামাবাদী ও জালাল রিমান্ডে

| প্রকাশিতঃ ১৮ এপ্রিল ২০২১ | ১০:০৯ অপরাহ্ন


ঢাকা : রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালে তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় করা মামলায় হেফাজতে ইসলামের তিন নেতার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর মধ্যে হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে দুই মামলায় ফের সাত দিন করে ১৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এ ছাড়া হেফাজতের যুগ্ম মহাসচিব মোহাম্মদ জুনায়েদ আল হাবীব এবং সহকারী মহাসচিব জালাল উদ্দিন আহমেদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মহানগর হাকিম শাহিনুর রহমান এই আদেশ দেন। শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা বিস্ম্ফোরক মামলায় এর আগে আজিজুলের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ওই রিমান্ড শেষে পল্টন থানার আরও দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আজিজুলের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। ১১ এপ্রিল চট্টগ্রামের হাটহাজারী থেকে আজিজুলকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিন পুলিশ জুনায়েদ আল হাবীব এবং জালাল উদ্দিন আহমেদকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চান। শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন আদালত। শনিবার রাজধানী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।