
ঢাকা : রাজধানীর কোতয়ালী ও শাহবাগ থানায় করা নাশকতার দুই মামলায় বিএনপি নেতা মোহাম্মদ আসলাম চৌধুরীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মহি উদ্দিন শামীম সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার ফলে তার মুক্তিতে কোন বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী হাসিবুর রহমান।
আদালতে আজ আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ড. মো. বশির উল্লাহ।
জানা গেছে, রাজধানীর কোতোয়ালি ও শাহবাগ থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় বিএনপির আলোচিত নেতা আসলাম চৌধুরীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এই দুই মামলায় জামিন পাওয়ার ফলে তার মুক্তিতে বাধা নেই বলেও জানান আইনজীবীরা।