শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট : মিথুন বড়ুয়াসহ চট্টগ্রাম থেকে তিন ট্রাস্টি

| প্রকাশিতঃ ১২ জুলাই ২০২১ | ১০:১১ অপরাহ্ন

চট্টগ্রাম : বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টে প্রাক্তন ছাত্রনেতা মিথুন রশ্মি বড়ুয়াসহ চট্টগ্রামের থেকে তিনজন ট্রাস্টি নিয়োগ পেয়েছেন। চট্টগ্রামের অপর দুই ট্রাস্টি হলেন- লোহাগড়া উপজেলার পদুয়া গ্রামের মিসেস ববিতা বড়ুয়া, রাঙ্গুনিয়া উপজেলার ঘাটচেক গ্রামের রঞ্জন বড়ুয়া।

রোববার (১১ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব তরিকুল ইসলাম স্বাক্ষরিক এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়েছে।

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন ২০১৮ এর ৫ নং ধারা অনুযায়ী আগামী ৩ বছরের জন্য গঠিত ট্রাস্টি বোর্ডের পদাধিকার বলে চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। একইসঙ্গে পদাধিকার বলে ট্রাস্টি হিসেবে নিয়োগ পেয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব ড. মো. নুরুল ইসলাম।

সিনিয়র ভাইস চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন যথাক্রমে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, সংরক্ষিত আসনের এমপি বেগম আরমা দত্ত। আর ভাইস চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন সুপ্ত ভূষণ বড়ুয়া।

১২ সদস্যের ট্রাস্টি বোর্ডের ৭ ট্রাস্টির বাকি ৪ ট্রাস্টি হলেন- খাগড়াছড়ি জেলা মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিসেস রুপনা চাকমা, বান্দরবান পৌরসভার মং ক্য চিং চৌধুরী, চট্টগ্রামের  রাঙামাটির পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার জয় সেন তঞ্চঙ্গ্যা ও কুমিল্লা জেলার লালমাই উপজেলার জ্যোতিষ সিংহ।