মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

২২ আগস্ট থেকে আগাম জামিন শুনানি চলবে

| প্রকাশিতঃ ১৭ অগাস্ট ২০২১ | ১:৪৬ অপরাহ্ন


ঢাকা : করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ২২ আগস্ট থেকে হাইকোর্টে আগাম জামিন আবেদনের শুনানি গ্রহণ করা হবে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে আগামী ২২ আগস্ট হতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চসমূহে আগাম জামিন শুনানি গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চ শুনানির সময় নির্ধারণ করবেন।’

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে উচ্চ আদালতের কার্যক্রম কিছু দিন বন্ধ থাকার পর ৪ এপ্রিল থেকে আগাম জামিন আবেদনের শুনানি বন্ধ রাখা হয়। আগাম জামিনের ক্ষেত্রে আসামিকে আদালতে হাজির হয়ে জামিন চাইতে হয় বিধায় করোনা পরিস্থিতিতে এর শুনানি বন্ধ রেখেছিল সুপ্রিম কোর্ট প্রশাসন। এতে বিচারপ্রার্থীদের অধিকার লঙ্ঘিত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হন আইনজীবীরা।

আগাম জামিন শুনানির জন্য ফের চালু করা হয় সে বিষয়ে দাবি জানিয়ে আসছিলেন বিচারপ্রার্থী ও আইনজীবীরা। চার মাস পর এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।