মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

স্বামীসহ ই-অরেঞ্জের মালিক সোনিয়া কারাগারে

| প্রকাশিতঃ ১৭ অগাস্ট ২০২১ | ৮:০৫ অপরাহ্ন


ঢাকা : প্রতারণা করে গ্রাহকদের ১১শ’ কোটি টাকা আত্মসাতের মামলায় ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকালে ঢাকার অ্যাডিশনাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিকের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মঙ্গলবার বিকালে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, গতকাল রাতে ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এই বিষয়ে তদন্ত পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ভুক্তভোগীদের পক্ষে তাহেরুল ইসলাম নামে একজন বাদী হয়ে মামলা করেছেন। তিনি নিজেও ভুক্তভোগী। মামলায় ই-অরেঞ্জের ৫ জন কর্মকর্তাকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন- সোনিয়া মেহজাবিন, মাশিকুর রহমান, আমান উল্ল্যাহ, বিথী আকতার এবং কাউসার আহমেদ।

মামলার অভিযোগে বাদী দাবি করেন, তিনি গত ২১ এপ্রিল পণ্য কেনার জন্য ই-অরেঞ্জে অগ্রিম টাকা দেন। তবে ই-অরেঞ্জ নির্ধারিত তারিখে পণ্য সরবরাহ করেনি। টাকাও ফেরত দেয়নি। নিজেদের ফেসবুক পেজে বার বার নোটিশ দিয়েছে। সময় চেয়েছে। কিন্তু পণ্য ও টাকা দেয়নি।

সর্বশেষ তারা গুলশান-১ এর ১৩৬/১৩৭ নম্বর রোডের ৫/এ নম্বর ভবনে অবস্থিত অফিস থেকে পণ্য ডেলিভারির কথা বললেও তা দেয়নি। এছাড়াও তারা যে বিভিন্ন আউটলেটের গিফট ভাউচার বিক্রি করেছিলো, সেগুলোর টাকা আটকে রাখায় আউটলেটগুলো ভাউচারের বিপরীতে পণ্য দিচ্ছে না।